Header Ads

নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, জানালেন আইন উপদেষ্টা

 

                                           

নির্বাচনের তারিখ কবে ঘোষণা হবে, জানালেন আইন উপদেষ্টা

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, আগামী কিছুদিনের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে সংস্কার ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গত তিন-চারটি নির্বাচনে আমরা ভোট দিতে পারিনি। সামনে আমরা ভোট দিতে পারব তো?”—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “অবশ্যই পারবেন, সবাই ভোট দিতে পারবেন।”

উদ্যোগের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, “ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের এমন কোনো উদ্যোগ নেই যা নেওয়া হচ্ছে না। আগে যখন বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতাম, ছাত্রদের জিজ্ঞেস করতাম—কারা কারা ভোট দিয়েছেন। তখন তারা হাসতেন। কেউ কেউ বলতেন, ‘স্যার, ভোট দিয়েছি তবে ১০টা-১২টা করে।’ আবার ৯০ শতাংশ বলতেন, ‘ভোট দেইনি।’ কিন্তু এখন সেই দুঃখ কেটে যাবে। আমরা ১৮ বছর ধরে ভোট দিতে পারিনি।”

নির্বাচনের নির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “আর কিছুদিন অপেক্ষা করুন, খুব শিগগিরই নির্বাচনের ঘোষণা শুনবেন।”

২০০৮ সালের নির্বাচন নিয়ে প্রশ্ন আছে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। তিনি বলেন, “অনেকেই বলেন ২০০৮ সালের নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে আমি দ্বিমত পোষণ করি। ওই নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে। আপনারা যারা সাংবাদিক, একটু খোঁজ করলেই অনেক গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন।”

তিনি আরও বলেন, “নির্বাচনের কার্যক্রম নির্বাচন কমিশনের দায়িত্ব। আমি শুধু সরকারের নিয়তের কথা বলতে পারি। আমাদের সরকার চায় বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিতে। এটা প্রধান উপদেষ্টা আমাদের সব সময় বলেন।

No comments

Powered by Blogger.