Header Ads

আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান

                 

আবারও যুদ্ধে জড়াতে চায় ইসরায়েল, পূর্ণ প্রস্তুতিতে ইরান



আবারও যুদ্ধ পরিস্থিতির দিকে এগোচ্ছে ইসরায়েল। দেশটির এমন পদক্ষেপে সমর্থন জানাচ্ছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে, ইসরায়েলের বিরুদ্ধে পাল্টা প্রস্তুতি নিয়ে তৈরি রয়েছে ইরান।

মঙ্গলবার (৮ জুলাই) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানায়, ইসরায়েলি সরকার যুদ্ধ চায় এবং ট্রাম্পও এতে পূর্ণ সমর্থন দিচ্ছেন। সূত্রটির দাবি, ইরান মনে করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্পের মধ্যে আসন্ন বৈঠক ১২ দিনের যুদ্ধের আগে হওয়া আলোচনা থেকে ভিন্ন কিছু হবে না।

তিনি বলেন, ‘ইসরায়েল যুদ্ধ চায়। আমাদের ধারণা ট্রাম্প তা বিরোধিতা করবেন না। আমরাও পুরোপুরি প্রস্তুত।’

সূত্রটি আরও দাবি করে, এই ধরনের বৈঠক আসলে লোকদেখানো। কারণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়, সেগুলো আগেই ঠিক করা থাকে। সম্প্রতি ট্রাম্প আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, সে প্রসঙ্গে তিনি বলেন, ‘ট্রাম্প যদি মনে করেন আমাদের পারমাণবিক স্থাপনায় হামলার পরও আমরা কূটনৈতিক আলোচনায় আস্থা রাখব, তবে তিনি ভুল করছেন। যুদ্ধের সময়ে শান্তির কোনো জায়গা নেই। যুদ্ধের ধাপ পার না হওয়া পর্যন্ত শান্তির আশা করা অর্থহীন।’

এর আগে ১৩ জুন ইরানে হামলা চালায় ইসরায়েল। ওই হামলায় দেশটির সামরিক বাহিনীর বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী এবং সাধারণ মানুষ নিহত হন। জবাবে পাল্টা হামলা চালায় ইরান।

এরপর ২৩ জুন নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, ‘ইরান ও ইসরায়েল একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুরুতে এটি ১২ ঘণ্টার জন্য কার্যকর থাকবে এবং পরে তা স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি ঘটাবে।’

তিনি লেখেন, প্রথমে ইরান যুদ্ধবিরতি কার্যকর করবে। ১২ ঘণ্টা পর ইসরায়েলও এতে যুক্ত হবে। ২৪ ঘণ্টা পর ১২ দিনের এই যুদ্ধকে বিশ্বব্যাপী “সমাপ্ত” হিসেবে ঘোষণা করা হবে।

ট্রাম্প বলেন, ‘এই সময়ের মধ্যে উভয় পক্ষ শান্তিপূর্ণ ও সম্মানজনক আচরণ করবে। আমরা আশাবাদী, সবকিছু পরিকল্পনামাফিক চলবে। এজন্য ইসরায়েল ও ইরান উভয়কেই আমি তাদের সাহস, ধৈর্য ও বিচক্ষণতার জন্য অভিনন্দন জানাই।’

যুদ্ধ দীর্ঘায়িত হলে তা পুরো মধ্যপ্রাচ্যকে ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিতে পারত বলে মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, ‘এই যুদ্ধ বহু বছর ধরে চলতে পারত। কিন্তু তা হয়নি, এবং ভবিষ্যতেও হবে না।’

পোস্টের শেষে ট্রাম্প লেখেন, ‘গড ব্লেস ইসরায়েল, গড ব্লেস ইরান, গড ব্লেস দ্য মিডল ইস্ট, গড ব্লেস দ্য ইউনাইটেড স্টেটস অব আমেরিকা এবং গড ব্লেস দ্য ওয়ার্ল্ড!

No comments

Powered by Blogger.