Header Ads

বাংলাদেশ ব্যাংক আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে



                                  

বাংলাদেশ ব্যাংক আজ নতুন মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে




 বাংলাদেশ ব্যাংক (বিবি) আজ ২০২৫-২৬ অর্থবছরের প্রথমার্ধ (জুলাই-ডিসেম্বর) সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (২৯ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে গভর্নর চলমান মুদ্রানীতির আওতায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি সচল রাখতে গৃহীত বিভিন্ন উদ্যোগ এবং সেগুলোর অগ্রগতি তুলে ধরবেন।

এর আগে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয়ার্ধ (জানুয়ারি-জুন) সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। সেসময় গভর্নর জানিয়েছিলেন, ২০২৪ ও ২০২৫ সাল বিনিয়োগ বৃদ্ধির জন্য অনুকূল সময় নয়। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আসলে ব্যাংকঋণের সুদের হার কমানোর উদ্যোগ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, আগের সরকারের মেয়াদ থেকেই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংক একাধিক ধাপে নীতিসূদহার বাড়ায়। তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার এই নীতির সূচনা করেন, যা অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও বহাল ছিল। তবে সুদের হার বাড়ানো সত্ত্বেও মূল্যস্ফীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি; বরং বিনিয়োগ কার্যক্রম স্থবির হয়ে পড়ে। উচ্চ সুদের কারণে ব্যবসায়ী ও উদ্যোক্তারা বিনিয়োগে নিরুৎসাহিত হন, যার ফলে অর্থনীতিতে মন্দার প্রবণতা দেখা দেয়।

বাংলাদেশ ব্যাংক বিগত সময়জুড়ে কঠোর সংকোচনমূলক মুদ্রানীতি অনুসরণ করে আসছে। সর্বশেষ গত বছরের ২৭ অক্টোবর নীতিসূদহার ১০ শতাংশে নির্ধারণ করা হয়, যা এখনও কার্যকর রয়েছে। এতে ব্যাংক ঋণের সুদহার ১৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

তবে নতুন মুদ্রানীতিতে সুদের হার, ঋণপ্রবাহ ও বিনিয়োগে গতি আনতে কিছু নীতিগত পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। মুখপাত্র আরিফ হোসেন খান জানান, ডিসেম্বর পর্যন্ত কিছুটা সংকোচনমূলক নীতি বহাল থাকলেও, দীর্ঘমেয়াদে একটি বিনিয়োগবান্ধব রূপরেখা তৈরির পথে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক।

এদিনের সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ—বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর প্রধান, মুখ্য অর্থনীতিবিদ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত থাকবেন।

No comments

Powered by Blogger.