গোপালগঞ্জে সহিংসতায় প্রাণ গেল ৩ জনের
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছেন।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস জানান, গুলিবিদ্ধ অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে তিনজন মারা গেছেন এবং একজন চিকিৎসাধীন।
বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ জেলা শহরে এনসিপির পদযাত্রা শেষে ফেরার পথে এ সংঘর্ষ ঘটে। এনসিপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালায়। সড়ক অবরোধ করে গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর করা হয়।
এ সময় পুলিশ বাধা দিলে হামলাকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় পুলিশ ও সেনাবাহিনীকে এনসিপির নেতাকর্মীদের সঙ্গে পিছু হটতে দেখা গেছে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে ১ জুলাই থেকে সারা দেশে কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় বুধবার তারা গোপালগঞ্জে পদযাত্রা করে।
No comments