শাপলা নিষিদ্ধ হলে ধানের শীষও রাজনৈতিক প্রতীক হতে পারবে না
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, যদি শাপলা রাজনৈতিক দলের প্রতীক হিসেবে গ্রহণযোগ্য না হয়, তাহলে ধানের শীষও হতে পারে না।
বুধবার মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সারজিস আলম জানান, শাপলা জাতীয় প্রতীক নয়, বরং জাতীয় প্রতীকের একটি অংশ। একইভাবে ধানের শীষ, পাটপাতা ও তারকাও জাতীয় প্রতীকের অংশ। তাই শাপলাকে প্রতীক হিসেবে গ্রহণ না করার সিদ্ধান্ত যৌক্তিক নয়।
তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলাকে প্রতীক হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে কোনো আইনগত বাধা নেই। কারণ, জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে একটি নির্বাচনী প্রতীক হিসেবে ব্যবহৃত হচ্ছে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন শাপলাকে নির্বাচনী প্রতীক হিসেবে বিধিমালার তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এনসিপি নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে যে আবেদন করেছে, তাতে শাপলাসহ তিনটি প্রতীকের নাম প্রস্তাব করা হয়েছিল।
পোস্টের শেষদিকে সারজিস আলম বলেন, “যদি প্রতীকের কারণেই ভয় পান, তাহলে সেটা আগেই বলে দিন!
No comments