ভারতীয় পণ্যে ২৫% শুল্ক, রাশিয়া থেকে আমদানিতে জরিমানার হুঁশিয়ারি ট্রাম্পের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি ভারত রাশিয়া থেকে সামরিক সরঞ্জাম আমদানি করে, তাহলে আর্থিক জরিমানার মুখে পড়তে হবে।
বুধবার (৩০ জুলাই) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এক পোস্টে ট্রাম্প জানান, ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক কার্যকর হবে।
পোস্টে ট্রাম্প বলেন, “ভারত আমাদের বন্ধু হলেও বহু বছর ধরে তাদের সঙ্গে বাণিজ্য খুব সীমিত। কারণ, ভারতের শুল্কহার বিশ্বের মধ্যে অন্যতম উচ্চ। এখনও ভারতে কঠোর ও আপত্তিকর বাণিজ্য প্রতিবন্ধকতা রয়েছে।”
তিনি আরও অভিযোগ করেন, “ভারত এখনো রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি ও সামরিক সরঞ্জাম আমদানি করছে— এমন এক সময়, যখন বিশ্ব চায় রাশিয়া যেন ইউক্রেনে গণহত্যা বন্ধ করে। অথচ ভারত ও চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় ক্রেতা।”
ট্রাম্প স্পষ্ট করে বলেন, “যদি ভারত রাশিয়ার কাছ থেকে তেল ও সামরিক সরঞ্জাম কিনতে থাকে, তাহলে তাদের জরিমানা গুণতে হবে।”
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই ঘোষণার ফলে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বাণিজ্য আলোচনা আবার অনিশ্চয়তায় পড়তে পারে। গত মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময় বলা হয়েছিল, দুই দেশ একটি সমন্বিত বাণিজ্য চুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।
তবে পাঁচ দফা আলোচনা শেষে এখনো চূড়ান্ত চুক্তি হয়নি। আগস্টের শেষ দিকে ষষ্ঠ দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে, যেখানে মার্কিন কর্মকর্তারা দিল্লিতে আসবেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ভারত সরকারের কর্মকর্তারা মনে করছেন, ট্রাম্পের এই ঘোষণা আপাতত আলোচনার কৌশল হিসেবে দেখা যেতে পারে। তবে পরবর্তী পদক্ষেপ নির্ভর করবে আসন্ন বৈঠকের ফলাফলের ওপর।


No comments