মাত্র ২৭ রানে অলআউট উইন্ডিজ: টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বনিম্ন
মাত্র তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেল কিংস্টন টেস্ট। এতে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া। ম্যাচের তৃতীয় দিনেই মাত্র ২৭ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এটি টেস্ট ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।
তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ১২১ রানে গুটিয়ে যায়। ফলে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রান। কিন্তু রান তাড়া করতে নেমেই ধসে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ। ইনিংসের প্রথম ওভারেই তিনটি উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। পরে তিনি একাই শিকার করেন ৬ উইকেট।
অন্যদিকে, স্কট বোল্যান্ড টেস্ট ইতিহাসে মাত্র ১০ম বোলার হিসেবে হ্যাটট্রিক করে নাম লেখান রেকর্ড বইয়ে।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার রেকর্ডটি নিউজিল্যান্ডের। ১৯৫৫ সালে অকল্যান্ডে ইংল্যান্ডের বিপক্ষে ২৬ রানে গুটিয়ে গিয়েছিল কিউইরা। ওয়েস্ট ইন্ডিজের আগের সর্বনিম্ন স্কোর ছিল ৪৭ রান, যা হয়েছিল জ্যামাইকাতেই, ইংল্যান্ডের বিপক্ষে।
এর আগে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে তারা তোলে ২২৫ রান। স্টিভ স্মিথ করেন ৪৮ এবং ক্যামেরন গ্রিন করেন ৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে শামার জোসেফ ৪টি উইকেট নেন, সিলস ও গ্রেভস পান ৩টি করে উইকেট।
No comments