Header Ads

ব্যবসায়ী হত্যার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি

                   

ব্যবসায়ী হত্যার দায় বিএনপির ওপর চাপানো অপরাজনীতি




 বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে সোহাগ নামের এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জড়িত যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অভিযুক্ত সদস্যদের আজীবন বহিষ্কার করা হয়েছে। এরপরও বিএনপির ওপর দায় চাপানো একটি নোংরা ও অপরাজনৈতিক আচরণ।

শুক্রবার (১১ জুলাই) রাতে গণমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, "মিটফোর্ডের ঘটনায় আমরা কঠোর ব্যবস্থা নিয়েছি। তারপরও বিএনপিকে দায়ী করা অপরাজনীতি এবং নোংরা রাজনীতি। বিএনপি বা এর অঙ্গসংগঠন কখনো কোনো অপরাধীকে আশ্রয় দেয়নি, ভবিষ্যতেও দেবে না।"

তিনি আরও বলেন, "সোহাগ হত্যা মামলায়ও বিএনপির অবস্থান ‘জিরো টলারেন্স’। দলের হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে আগেও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।"

এদিকে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন এক বিবৃতিতে জানিয়েছেন, সোহাগ হত্যা মামলার দুই আসামি—যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলভ্য বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু এবং ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকিকে প্রাথমিক সদস্যপদসহ আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হচ্ছে—তারা যেন কোনো শৈথিল্য না দেখিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়। বহিষ্কৃতদের কোনো কর্মকাণ্ডের দায় দল নেবে না। যুবদলের সব স্তরের নেতাকর্মীদের এসব বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বেচ্ছাসেবক দলও ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের দুই নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে।

No comments

Powered by Blogger.