এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে।
বুধবার (৩০ জুলাই) মাউশির সহকারী পরিচালক (বাজেট) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
নতুন আদেশ অনুযায়ী, এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত জাতীয় বেতন স্কেলের গ্রেড-৯ বা তার উপরের গ্রেডের শিক্ষক-কর্মচারীরা ২০২৫ সালের ১ জুলাই থেকে প্রতি বছর ১ জুলাই প্রাপ্য মূল বেতনের ১০ শতাংশ হারে বিশেষ সুবিধা পাবেন।
অন্যদিকে, গ্রেড-১০ বা তার নিচের গ্রেডভুক্ত শিক্ষক-কর্মচারীরা প্রতি বছর ১ জুলাই মূল বেতনের ১৫ শতাংশ হারে (যার পরিমাণ ন্যূনতম ১৫০০ টাকা) বিশেষ সুবিধা পাবেন।
এ সংক্রান্ত অর্থ বিভাগের ২০২৩ সালের ১৮ জুলাইয়ের পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে।
মাউশি জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা চলতি বছরের ১ জুলাই থেকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হারে বিশেষ সুবিধা পাওয়ার অধিকারী হবেন।


No comments