প্রতি কেজি কাঁচা মরিচের দাম তিন গুণ বেড়ে ৩০০ টাকা
টানা বৃষ্টির কারণে বাজারে কাঁচা মরিচের দাম হঠাৎ করে ব্যাপকভাবে বেড়েছে। মাত্র তিন দিনেই প্রতি কেজিতে মরিচের দাম বেড়েছে প্রায় আড়াই থেকে তিন গুণ। রাজধানীর বিভিন্ন বাজারে আজ সকালে কাঁচা মরিচ বিক্রি হয়েছে প্রতি কেজি ২৫০ থেকে ৩০০ টাকায়।
আজ বুধবার সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁওয়ের তালতলা বাজার, কারওয়ান বাজার ও হাজিক্যাম্প বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এই তথ্য জানা গেছে।
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গত তিন দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালেও বৃষ্টি হয়েছে। এর প্রভাব পড়েছে কাঁচাবাজারে। বেশ কয়েকটি সবজির দাম বাড়লেও কাঁচা মরিচের দাম বেড়েছে সবচেয়ে বেশি। তবে কিছু পণ্যের দাম কমেছে বলেও জানা গেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বৃষ্টিপাত হচ্ছে। আজ বিকেল থেকে বৃষ্টি কিছুটা কমতে পারে, তবে আগামী রোববার থেকে আবারও বৃষ্টির প্রবণতা বাড়বে।
রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, মরিচের ধরন এবং বাজারভেদে দামের তারতম্য রয়েছে। পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ১৮০ থেকে ২৪০ টাকায়। অথচ লঘুচাপ ও টানা বৃষ্টির আগে এই দাম ছিল ৬০ থেকে ১০০ টাকার মধ্যে।
ঢাকার অধিকাংশ খুচরা বাজারে কাঁচা মরিচের দাম এখন কেজিতে ২৫০ টাকার নিচে পাওয়া যাচ্ছে না। অনেক দোকানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকায়। পাড়া-মহল্লার দোকান ও ভ্রাম্যমাণ বিক্রেতাদের কাছ থেকে মরিচ কিনতে আরও বেশি দাম গুনতে হচ্ছে ক্রেতাদের।
বিক্রেতারা জানান, মাত্র চার দিন আগেও সাধারণ ও ভালো মানের কাঁচা মরিচ খুচরায় বিক্রি হচ্ছিল ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে। এখন সেই দাম বেড়ে প্রায় তিন গুণ হয়েছে।
টাউন হল বাজারের সবজি বিক্রেতা আল নাহিয়ান খান বলেন, “আজ সকালে পাইকারি বাজার থেকে ২৪০ টাকায় কাঁচা মরিচ কিনেছি, এখন ২৮০ টাকায় বিক্রি করছি।”
বিমানবন্দরসংলগ্ন হাজিক্যাম্প বাজারে দেখা গেছে, মাত্র ২৫০ গ্রাম কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৭০ টাকায়। দর-কষাকষির কোনো সুযোগ নেই।
বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টির কারণে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম বেড়েছে। পাশাপাশি আড়তদার ও পাইকারি বিক্রেতারা সুযোগ নিয়ে বাড়তি দাম নিচ্ছেন, যার প্রভাব পড়ছে খুচরা বাজারেও।
No comments