Header Ads

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে সারজিস কী বললেন?

        

ফেসবুকে তারেক রহমান ও মির্জা ফখরুলকে ট্যাগ করে সারজিস কী বললেন?



জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সারজিস আলম লালমনিরহাটের পাটগ্রামে পাথর ও বালুবাহী যানবাহন থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন। বুধবার (২ জুলাই) রাত ১টা ১৩ মিনিটে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া পোস্টে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সরাসরি ট্যাগ করেন।

সারজিস লেখেন, লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার অনুমোদিত পাথর ও বালুর সাইটগুলো থেকে মালামাল বহনকারী গাড়িগুলো থেকে গাড়িপ্রতি ৫০০ থেকে ১,০০০ টাকা পর্যন্ত নিয়মিত চাঁদা আদায় করা হচ্ছে। এতে করে প্রতিদিন লাখ টাকারও বেশি লুটপাট হচ্ছে।

তিনি জানান, ওই দিন পাটগ্রাম উপজেলার ইউএনও অভিযানে নেমে চাঁদাবাজির সঙ্গে জড়িত দু’জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেন। কিন্তু এরপর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের শতাধিক নেতাকর্মী থানা ঘেরাও করে হামলা চালিয়ে দণ্ডপ্রাপ্তদের ছিনিয়ে নেয়।

সারজিসের দাবি, পরবর্তী সময়ে যখন জেলা পুলিশ সুপার পাশের হাতীবান্ধা থানার সহযোগিতা চায়, তখন সেখানকার বিএনপি নেতাকর্মীরা হাতীবান্ধা থানা পর্যন্ত অবরুদ্ধ করে রাখে।

তিনি বলেন, “এভাবে বিএনপির নেতাকর্মীরা যদি মাঠ পর্যায়ে ক্ষমতার অপব্যবহার করে চাঁদাবাজি ও লুটপাট চালায় বা চাঁদাবাজদের রক্ষা করে, তাহলে দেশ সংস্কার কীভাবে সম্ভব?” স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, পাটগ্রামের এক এমপি-প্রত্যাশীর পৃষ্ঠপোষকতায় এসব ঘটছে।

পোস্টের শেষ দিকে সারজিস আরও লেখেন, “প্রথমে মাঠপর্যায়ের সংগঠনগুলোর নেতাদের নিয়ন্ত্রণে আনতে হবে। প্রশাসন ও পুলিশকে সহযোগিতা তো দূরের কথা, তাদের জিম্মি করে যে অপকর্ম করা হচ্ছে, বিএনপি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় কি না সেটাই এখন দেখার বিষয়।”

তিনি বলেন, “আমরা বিএনপির দফা বা ভাষণ দেখতে চাই না, বরং দেখতে চাই তারা নিজেদের দলের নেতাকর্মীর অপকর্মের বিরুদ্ধে কী অবস্থান নেয়।

No comments

Powered by Blogger.