Header Ads

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া


                               

চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া


  

 বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন।

বুধবার (২৩ জুলাই) রাত ২টা ৫২ মিনিটে তিনি গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছান। এর আগে রাত ১টার পর ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে কিছু নির্ধারিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে নেওয়া হয়েছিল তাকে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি জটিলতা, হৃদরোগ, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

গত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি দীর্ঘ সময় কারাবন্দি ছিলেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর আবেদন বারবার উপেক্ষা করা হয়, ফলে তার চিকিৎসা যথাযথভাবে এগোয়নি।

পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তিত হয়। এরপর শারীরিক জটিলতা বাড়ায় খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডনে নেওয়া হয়। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি করা হয় তাকে।

সেখানে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে তিনি বড় ছেলে তারেক রহমানের কিংস্টনের বাসায় ওঠেন। চিকিৎসকরা ছাড়পত্র দেওয়ার সময় জানান, বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় তার লিভার ট্রান্সপ্লান্ট এখনো ঝুঁকিপূর্ণ। পরে তিন মাস চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া।

No comments

Powered by Blogger.