Header Ads

ছাত্রদল ইতিমধ্যে অনুমতি পেলেও এনসিপি এখনো তা পায়নি

                                       

ছাত্রদল ইতিমধ্যে অনুমতি পেলেও এনসিপি এখনো তা পায়নি




জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশ করতে যাচ্ছে জাতীয়তাবাদী ছাত্রদল। একই দিন একই স্থানে সমাবেশ করতে চায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)ও। তবে ছাত্রদল আগেই আবেদন করায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে তারা অনুমতিও পেয়েছে। এনসিপি এখনও সেই অনুমতি পায়নি।

বিষয়টি নিয়ে ছাত্রদল ও এনসিপির মধ্যে আলোচনা চলছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

৩ আগস্টের সমাবেশ ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা। গত ৩০ জুন রাতে ছাত্রদল এক সংবাদ সম্মেলনে জানায়, তারা জুলাই-আগস্টের ঐতিহাসিক গণ-অভ্যুত্থান স্মরণে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। এই কর্মসূচির অংশ হিসেবে ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্র সমাবেশ করবে তারা। পরে তারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতিও পায়।

অন্যদিকে, ২৯ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, ৩ আগস্ট শহীদ মিনারে তারা ‘ছাত্র-জনতার পক্ষ থেকে জুলাই ঘোষণাপত্র ও ইশতেহার পাঠ’ করবে।

তবে এনসিপি এখনও অনুষ্ঠান আয়োজনের অনুমতি পায়নি। এ বিষয়ে দলটির যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত যুগান্তরকে বলেন, “জায়গা নিশ্চিত হয়েছে কিনা জানি না। আমাদের পক্ষ থেকে বিএনপির সঙ্গে কথা হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলে জানাতে পারব। আমাদের পরিকল্পনা হলো, সারা দেশের ৬৪ জেলা থেকে লোক এনে শহীদ মিনারে সমাবেশ করা। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’-র সমাপ্তি হবে এই সমাবেশের মাধ্যমেই।”

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, “এনসিপির পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। মঙ্গলবার রাতে একটি মিটিং ছিল। আমরা বুধবার সংবাদ সম্মেলনে জানাব, তাদের জন্য জায়গা ছাড়া হবে কি না।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দীন আহমদ বলেন, “নাহিদ ও হাসনাতকে আমি জানিয়েছি, ছাত্রদল আগে আবেদন করায় তাদের অনুমতি দেওয়া হয়েছে। হাসনাত বলেছেন, তিনি ছাত্রদল সভাপতির সঙ্গে কথা বলবেন। এখন তারা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধানে পৌঁছাতে পারলে ভালো।

No comments

Powered by Blogger.