Header Ads

ট্রাম্পের নির্দেশে বিভিন্ন দেশের পণ্যে নতুন শুল্ক বসলো

                   

ট্রাম্পের নির্দেশে বিভিন্ন দেশের পণ্যে নতুন শুল্ক বসলো




যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের পণ্যের ওপর ১০ থেকে ৪১ শতাংশ পর্যন্ত নতুন শুল্ক আরোপের নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার রাতে তিনি এ সংক্রান্ত দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।

প্রথম আদেশে ‘পারস্পরিক শুল্ক’ (Reciprocal Tariffs) নীতির আওতায় ৬৯টি দেশের ওপর শুল্ক আরোপ করা হয়েছে। এতে অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের মতো প্রধান বাণিজ্যিক অংশীদারদের পণ্যের ওপর ১০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, ভারত ও তাইওয়ানের মতো কয়েকটি দেশের পণ্যের ওপর যথাক্রমে ২৫ ও ২০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। এসব দেশের সঙ্গে বাণিজ্যচুক্তি এখনো সম্পূর্ণ না হওয়ায় তুলনামূলকভাবে উচ্চ শুল্ক আরোপ করা হয়েছে।

দ্বিতীয় আদেশে কানাডার কিছু পণ্যের ওপর বিদ্যমান ২৫ শতাংশ শুল্ক বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কানাডা সীমান্ত দিয়ে ফেন্টানিলসহ অবৈধ মাদক পাচার রোধে যথাযথ সহযোগিতা করছে না।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, “আমাদের দ্বিপক্ষীয় বাণিজ্যে ন্যায্যতার ঘাটতি রয়েছে। তাই নির্দিষ্ট কিছু দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করা জরুরি ও যুক্তিযুক্ত।”

তবে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (USMCA) অনুযায়ী যেসব পণ্য অগ্রাধিকারভিত্তিতে বিবেচিত, সেগুলো এই শুল্কের আওতায় পড়বে না।

নতুন এই শুল্কহার ১ আগস্ট থেকে কার্যকর হয়েছে।

No comments

Powered by Blogger.