Header Ads

১৪ জেলার ৩৯টি সংসদীয় আসনে পরিবর্তন আসছে

                                       

                                                             

১৪ জেলার ৩৯টি সংসদীয় আসনে পরিবর্তন আসছে



ভোটার সংখ্যাসহ সামগ্রিক বিবেচনায় ৩০০ সংসদীয় আসনের মধ্যে দেশের ১৪ জেলায় ৩৯টি আসনের সীমানা পরিবর্তন আসছে।

বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার এই তথ্য জানান।

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে। সীমানা পুনর্নির্ধারণ আইন ২০২১-এর ২১-এর ৬ ধারায় বলা হয়েছে, সীমানা নির্ধারণের ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে। তবে আদমশুমারি ২০২২ অনুযায়ী কিছু অসামঞ্জস্যতা রয়েছে।

তাঁর বক্তব্যে বলা হয়, ‘আমাদের কাছে হালনাগাদ ভোটার সংখ্যা রয়েছে। ভোটার তালিকা ও ভোটার সংখ্যার ভিত্তিতে কমিটি আসনভিত্তিক গড় ভোটার সংখ্যা নির্ধারণ করেছে, যা হলো প্রায় ৪ লাখ ২০ হাজার। ভোটার সংখ্যার ভিত্তিতে তারা গ্রেডিং করেছে, যার মাধ্যমে সবচেয়ে বেশি ভোটার থাকা জেলা ও সবচেয়ে কম ভোটার থাকা জেলা চিহ্নিত করা হয়েছে।’

এনিয়ে ইসি আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘কারিগরি কমিটি জানিয়েছে, সর্বোচ্চ ভোটারসংখ্যা যেসব জেলায়, সেসব জেলায় একটি করে আসন বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। আর সর্বনিম্ন ভোটার থাকা জেলায় একটি করে আসন কমানোর প্রস্তাব এসেছে। সেই অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

টেকনিক্যাল কমিটির তথ্য মতে, গাজীপুর জেলায় সর্বোচ্চ ভোটার রয়েছে, আর বাগেরহাট জেলায় সবচেয়ে কম। বিশেষায়িত কমিটির প্রতিবেদন অনুযায়ী, ভোটার সংখ্যা ও জনসংখ্যার ভিত্তিতে বাগেরহাটে একটি আসন কমানো হবে এবং গাজীপুরে একটি আসন বৃদ্ধি পাবে।

যেসব আসনের সীমানায় পরিবর্তন আসছে:
পঞ্চগড়-১, ২; রংপুর-৩; সিরাজগঞ্জ-১, ২; সাতক্ষীরা-৩, ৪; শরীয়তপুর-২, ৩; ঢাকা-২, ৩, ৭, ১০, ১৪, ১৯; গাজীপুর-১, ২, ৩, ৫, ৬; নারায়ণগঞ্জ-৩, ৪, ৫; সিলেট-১, ৩; ব্রাহ্মণবাড়িয়া-২, ৩; কুমিল্লা-১, ২, ১০, ১১; নোয়াখালী-১, ২, ৪, ৫; চট্টগ্রাম-৭, ৮; ও বাগেরহাট-২, ৩।

No comments

Powered by Blogger.