Header Ads

বিএনপি থেকে আরও চার নেতা বহিষ্কার

                                   

বিএনপি থেকে আরও চার নেতা বহিষ্কার


                  

নানা অভিযোগে বিএনপির আরও চার নেতাকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদাবাজি, দখলদারিত্ব, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইমাম হোসেন গাজী, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও ছেঙ্গারচর পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুল মান্নান লস্কর, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সহ-সভাপতি ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া এবং লাকসাম পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শফিউল্লাহকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে, দলীয় কোন্দলের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। অচিরেই সেখানে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে বলে জানানো হয়েছে।

একই দিনে অপর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংঘাত-হানাহানিতে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারৈয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তাদেরকেও প্রাথমিক সদস্যপদসহ দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

No comments

Powered by Blogger.