Header Ads

বাংলাদেশে জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

             
             

বাংলাদেশে জঙ্গিবাদ নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশে বর্তমানে কোনো জঙ্গিবাদ নেই। সবার সহায়তায় জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। রোববার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রপ্তানি কার্গো ভিলেজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গত সপ্তাহে মালয়েশিয়ার সরকার জানায়, দেশটিতে সন্ত্রাসবিরোধী অভিযানে ৩৬ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে একটি উগ্রবাদী চরমপন্থী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।

এ প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “মালয়েশিয়া থেকে যারা ফেরত এসেছে, তাদের মধ্যে যাদের ফেরত পাঠানো হয়েছে, তারা ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে পড়েছিল।”

মালয়েশিয়া ফেরতদের কেন ইমিগ্রেশন পুলিশের পরিবর্তে এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) কাছে হস্তান্তর করা হলো—এমন প্রশ্নে তিনি বলেন, “ইমিগ্রেশন পুলিশ তাদের গ্রহণ করে এটিইউয়ের কাছে হস্তান্তর করেছে। এতে কোনো অসুবিধা নেই।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখন কোনো জঙ্গিবাদ নেই। আপনাদের সহায়তায় আমরা এটি নির্মূল করতে পেরেছি। আপনাদের ক্রেডিট সবচেয়ে বেশি। গত ১০ মাসে জঙ্গিবাদ সম্পর্কিত কোনো তথ্য আসেনি। আগে এমন তথ্য পাওয়া যেত, আপনারা দিতেন। এখন যেহেতু এমন তথ্য নেই, তাই আপনারাও দিচ্ছেন না।”

এদিকে, গতকাল এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সন্ত্রাসবিরোধী তদন্তে মালয়েশিয়াকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

No comments

Powered by Blogger.