Header Ads

ইতালি দেবে ৫ লাখ ওয়ার্ক পারমিট ভিসা

    
     

ইতালি দেবে ৫ লাখ ওয়ার্ক পারমিট ভিসা

শ্রমিক সংকট মোকাবিলায় নতুন করে ৫ লাখ ‘ওয়ার্ক পারমিট ভিসা’ ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে ইতালি। সোমবার (৩০ জুন) দেশটির মন্ত্রিসভার এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়েছে—রয়টার্স এমন তথ্য দিয়েছে।

বৈধ অভিবাসনের পথ সম্প্রসারণের কৌশলের অংশ হিসেবে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য এসব ভিসা দেওয়া হবে।

বিবৃতিতে জানানো হয়, ২০২৫ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০ জন কর্মীকে ইতালিতে কাজের অনুমতি দেওয়া হবে। এরপর ধাপে ধাপে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী ‘ওয়ার্ক পারমিট ভিসা’র আওতায় ইতালি যেতে পারবেন।

প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তিন বছর আগে ডানপন্থি জোটের নেতা হিসেবে ক্ষমতায় আসার পর থেকে ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ নিয়ে আসছেন। এটি তার দ্বিতীয় বড় পদক্ষেপ। এর আগে সরকার ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে ৪ লাখ ৫০ হাজার অভিবাসীর জন্য কর্ম পারমিট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল।

তবে বৈধ অভিবাসনের সুযোগ বাড়ানোর পাশাপাশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। মেলোনি প্রশাসন দ্রুত প্রত্যাবাসন এবং ভূমধ্যসাগরে অভিবাসী উদ্ধারকারী এনজিওগুলোর কার্যক্রম সীমিত করার উদ্যোগও নিয়েছে।

মন্ত্রিসভার বিবৃতিতে আরও জানানো হয়, নতুন কর্মীদের সংখ্যা নির্ধারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর চাহিদা এবং আগের বছরগুলোর আবেদন পর্যালোচনা করা হয়েছে। এমন একটি কর্মসূচি গ্রহণ করা হয়েছে যাতে বাস্তব প্রয়োজন মেটানো যায় এবং অর্থনীতিতে দক্ষ শ্রমিকের ঘাটতি পূরণ করা সম্ভব হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ইতালিসহ ইউরোপের অনেক দেশেই বয়স্ক জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি এবং জন্মহার কমে যাওয়ার ফলে শ্রমিক সংকট দেখা দিয়েছে। সেই সংকট মোকাবিলায় ভিসা নীতিতে শিথিলতা আনছে দেশগুলো।

No comments

Powered by Blogger.