ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কি না, যেভাবে যাচাই করবেন
সরকারি চাকরিতে সাধারণত প্রতিবছর ১ জুলাই থেকে বার্ষিক বেতন বৃদ্ধি (ইনক্রিমেন্ট) মূল বেতনে যুক্ত হয়। বেতন স্কেলের ভিত্তিতে সরকারি কর্মচারীদের বার্ষিক প্রায় ১০ শতাংশ হারে ইনক্রিমেন্ট দেওয়া হয়ে থাকে। তবে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির নিয়ম কম্পানির অভ্যন্তরীণ নীতিমালার ওপর নির্ভরশীল।
সরকারি কর্মচারীরা ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কি না, যেভাবে অনলাইনে চেক করবেন:
এজন্য যেতে হবে iBAS++ বা ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম এর ওয়েবসাইটে।
ধাপভিত্তিক নির্দেশনা:
১. আপনার ব্রাউজার (যেমন: Google Chrome বা Mozilla Firefox)-এ গিয়ে ওয়েবসাইটে প্রবেশ করুন:
👉 www.payfixation.gov.bd
২. সাইটে প্রবেশের পর ‘অনলাইন বেতন নির্ধারণী’ পেজটি আসবে। সেখান থেকে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করুন।
৩. পরবর্তী পেইজে ‘আমি প্রিন্ট নিয়েছি, পড়েছি এবং বুঝেছি’ এই বাক্সে টিক দিন এবং আবার ‘পরবর্তী’ বাটনে ক্লিক করুন।
-
এবার আসা পেজে ‘ইনক্রিমেন্ট’ বাটনে ক্লিক করুন।
তারপর Information বক্সে ‘হ্যাঁ’ নির্বাচন করুন।
৫. পরবর্তী ধাপে ‘বেসামরিক’ অপশনটি সিলেক্ট করুন।
৬. এখন একটি ডায়ালগ বক্স আসবে। এখানে আপনাকে দিতে হবে:
-
জাতীয় পরিচয়পত্র (NID) নম্বর
-
Verification Number (যেটি ২০১৫ সালের পে-ফিক্সেশনে দেওয়া হয়েছিল বা প্রতিবছরের ফিক্সেশন শিটে পাওয়া যাবে)
-
ইমেজ কোড (বাম পাশে যে সংখ্যাগুলো দেখাবে তা ফাঁকা ঘরে লিখুন)
এরপর ‘Login’ বাটনে ক্লিক করুন।
৭. এরপর আপনার মোবাইলে একটি ৪ সংখ্যার Verification Code যাবে।
সেটি নির্ধারিত ঘরে লিখে ‘Validate’ বাটনে ক্লিক করুন।
৮. সফলভাবে লগইন করার পর, আপনি একটি পেজে পৌঁছাবেন যেখানে আপনার ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে কি না, তা স্পষ্টভাবে দেখা যাবে।
এখানে দেখা যাবে:
-
আপনার নাম, পদবি
-
মোবাইল নম্বর
-
১ জুলাই থেকে ইনক্রিমেন্টসহ নতুন মূল বেতন
৯. আপনি চাইলে ওই পেজটি প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন।
No comments